বইয়ের নাম
দি অ্যাডভেঞ্চার অফ টম সয়্যার
লেখকঃ মার্ক টোয়েন
টম সয়্যার বইটি তে কিশোর দের জীবন লেখক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । গল্পের মূল চরিত্র হচ্ছে টম যার বাবা মা কেউ নেই। তাই টম ও তার ভাই সিডকে দেখাশুনা করে পলি খালা। টম সয়্যার গল্পটিতে টম ও বেকির মধ্যে ভালবাসার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। টম বেকীকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করে । বেকী তাকে প্রথমে পাত্তা না দিলেও পড়ে টমের ছবি আঁকা দেখে মুগ্ধ হয়। এভাবে ধীরে ধীরে বেকির সাথে টমের প্রণয় গড়ে উঠে। অন্যদিকে টমের বন্ধু হাকেল খুব স্বাধীন ভাবে জীবন যাপন করে ।
গল্পে টম ও তার বন্ধুরা একসাথে ঘর ছেড়ে বের হয় এক দুঃসাহসিক অভিযানে। এতে করে টম ও তার বন্ধুদের প্রতি তাদের পরিবার চিন্তিত হয়ে পড়ে। ছড়িয়ে পড়ে যে টম ও তার বন্ধুরা ডুবে মারা গিয়েছে। পরবর্তীতে টম ও তার বন্ধুরা ফিরে আসে। এতে সকল মানুষ অবাক হয়। কারণ সবাই ভেবেছিল টম ও তার সব বন্ধুরা মারা গিয়েছে। তবে টম ও তার বন্ধুরা যখন বাসা থেকে চলে যায় তখন সবাই তাদের গুরুত্ব বুঝতে পারে। টমের পলি খালা ট্মের জন্য কান্না করে।বেকির মন অনেক খারাপ হয়ে যায়। টমের অন্য বন্ধুদের জন্য ও তাদের পরিবার খুব কষ্ট পায়।
পরবতীতে টম ও তার বন্ধুরা সকলকে অবাক করে দিয়ে ফিরে আসে। টম ও তার বন্ধু হাকেল একবার ঘুরে বেড়ানোর সময় একটি হত্যা দেখে । এই হত্যা থেকে গল্পের শুরু হয়। খুবই দুঃসাহসীক ও গল্পের বাকি মজাদার বিষয়টি জানতে এবং বিপদে কিভাবে সামনে এগিয়ে যেতে হয় তা জানতে আগ্রহীরা গল্পটি পড়তে পারেন