বইয়ের নাম: তেইশ নম্বর তৈলচিত্র , লেখক: আলাউদ্দিন আল আজাদ




বইয়ের নাম: তেইশ নম্বর তৈলচিত্র

লেখক:আলাউদ্দিন আল আজাদ

গল্পটিতে পুরুষের চোখে নারী কেমন তার অর্থ তুলে ধরা হয়েছে। জাহেদ একজন চিত্রশিল্পী৷ তেইশ নম্বর চলচ্চিত্র ছবিটি এঁকে তিনি সেরা চিত্রশিল্পী হিসেবে নাম করেছেন৷ জাহিদ তার বন্ধু জামিলের সাথে ছবি আঁকা নিয়ে কাজ করতেন। জামিলের বোন ছবি কে জাহিদের ভালো লেগে যায়৷ ছবি আর জাহিদের বিয়ে হয়। বিয়ের পর জাহিদ জানতে পারে ছবি সন্তান জন্ম দিবে। কিন্তু সে জানতে পারে ছবিকে জোড় করে এক জাদরেল কাজটি করেছে৷ তখন জাহিদ ভালোবাসা দিয়ে ছবিকে অতীত ভুলিয়ে দিতে চেষ্টা করে আর অন্যদিকে ছবির ভাই জাহিদ তার সাথে বিচ্ছেদ হওয়া স্ত্রীকে ফিরে পায়৷ এ গল্পটি নিয়ে বসুন্ধুরা চলচ্চিত্র হয়।


Vlog:

বইয়ের নাম: তেইশ নম্বর তৈলচিত্র , লেখক: আলাউদ্দিন আল আজাদ,আলাউদ্দিন আল আজাদ এর ছোট গল্প pdf,আলাউদ্দিন আল আজাদ এর বই,আলাউদ্দিন আল আজাদের ছোটগল্প,সার্থক গল্পকার আলাউদ্দিন আল আজাদ



Post a Comment

Previous Post Next Post

About Me