বইয়ের নাম : আর কতদিন লেখক : জহির রায়হান
মাত্র ২৪ পৃষ্ঠার এ বইটিতে জহির রায়হান মানুষের প্রতি মানুষের যুদ্ধ, অত্যাচারের মর্মান্তিক দৃশ্য তুলে ধরা হয়েছে। বইটিতে সমগ্র বিশ্বে অত্যাচারের কথা বলা হলেও বাংলাদেশের যুদ্ধের অবস্থা রূপক অর্থে ব্যাখা করা হয়েছে৷ মানুষগুলোর এমন অবস্থা তারা ঘর থেকে মৃতু্্যর ভয়ে বের হতে পারছে না। আবার এ মানুষরা একে অপরকে সাহায্য করছে।
অপু ও ইভ একে অপরকে ভালোবাসে কারণ তারা দুইজন দুইজনকে পছন্দ করে৷ জটিল এ পৃথিবী ভালোবাসা গুলো সহজ সরল হয়।
তপুর বাবা- মা ভাবে তপুকে হত্যা করা হয়েছে। কিন্তু তপু গল্পের শেষে ফিরে এসে দেখে তার পরিবারের হাতে রক্তমাখা। হয়তো লেখক বুঝাতে চাইছে পরিবার তার মৃতু্্যর প্রতিশোধ নিয়েছে।
বিদ্র: ২৪ পৃষ্ঠার বই হলেও বইটির depth অনেক মনে হয়েছে। লেখক বইটিতে অনেক রূপক অর্থ ব্যবহার করেছে।
Vlog:
বইয়ের নাম : আর কতদিন,লেখক : জহির রায়হান,জহির রায়হান,জহির রায়হানের 'আর কতদিন': বহমান হিংস্রতার ছাপ ও স্তব্ধতার গল্প,আর কতদিন
by Zahir Raihan,জহির রায়হানের উক্তি,জহির রায়হান বই সমূহ