চিঠি বইটিতে মেধাবী শিক্ষার্থী সোহরাব আর মিস মীনার মধ্যে ঝামেলা তৈরী হয় নোট খাতাকে কেন্দ্র করে। সোহরাবের খাতা দেখছিল তার বন্ধু এই সময় মিস মীনা খাতা নিয়ে নেয়। মিস মীনা জানতে চায় সোহরাব খাতায় কি লিখে এত মার্কস পায়। এদিকে সোহরাবের বন্ধু একটি চিঠি রেখে দেয় খাতাটি। মিস মীনা চিঠিটি পেয়ে সোহরাবকে ভুল বুঝে। অন্যদিকে সোহরাব থানায় কেস করবে তার খাতা কেন মিস মীনা নিলো সে জন্য। আর সে জেদ ধরে সোহরাব মিস মীনার খাতা লুকিয়ে নিয়ে আসে। আর মিস মীনার খাতায় সে পায় সোহরাবকে নিয়ে মিস মীনার ভালোবাসার কথা। মিস মীনা এতে খুব লজ্জা পায়।
আর এর বাহিরে চলতে থাকে পরীক্ষা পিছানোর আন্দোলন।
আর সবশেষে সব রাগ ঢেকে সোহরাব ও মিস মীনা একে অপরের কাছে চলে আসে।
Vlog:
শিল্প ও সাহিত্য
জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি
একজন মুনীর চৌধুরী, মুনীর চৌধুরীর নাটক ,চিঠিপিডিএফ