বুক রিভিউ বইয়ের নাম: বরফ গলা নদী লেখক: জহির রহমান

 



বুক রিভিউ
বইয়ের নাম: বরফ গলা নদী
লেখক: জহির রায়হান
নিম্নবিত্ত মানুষগুলোর জীবন কেমন মর্মান্তিক হতে পারে তা লেখক জহির রায়হান তার বরফ গলা নদী বইটিতে তুলে ধরেছেন৷
গল্পে হাসমত আলী হলেন একজন কেরানী যিনি টাকা পয়সা দিয়ে তাঁর ছেলেমেয়েদের পড়াশুনা ঠিক মতো করাতে পারেন নি।
হাসমত আলীর ছেলে মাহমুদ জীবনের সাথে যুদ্ধ করে সে ঘর সংসার ছেড়ে মাঝে মাঝে বাহিরে থাকে। পত্রিকা অফিসে কম বেতনে চাকুরী করে পরিবার চালাতে সে পারে না। অন্যদিকে বোন মরিয়ম নিজের টাকায় কলেজ পাস করেছে স্টুডেন্ট পড়িয়ে পরিবার চালায়। মরিয়মের স্টুডেন্ট সেলিনার বাসায় মনসুরের সাথে তার সম্পর্ক হয় । আর সে সম্পর্ক বিয়েতে রূপান্তর হয়। মনসুর অনেক ধনী একজন মানুষ। বিয়ের পর সে জানতে পারে মরিয়ম জাহিদ নামের এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। এতে মরিয়মের প্রতি মনসুরের ঘৃণা জন্মে। মরিয়মের বান্ধবী লিলি যে একটি স্কুলের শিক্ষক। লিলির সাথে মরিয়মের ভাই মাহমুদের কিছুটা মনের মিল রয়েছে।
বাস্তব ঘনিষ্ট ভিত্তিক এই গল্পটিতে প্রচন্ড বৃষ্টিতে জীর্ণ ঘরের দেয়াল ভেঙে পরে মাহমুদ সেদিন চাকুরীর কাজে বাহিরে ছিল তাই মাহমুদ ছাড়া সবাই দেয়াল ভেঙ্গে পড়াতে ভয়ংকর ভাবে মারা যায়। নিম্নবিত্ত মানুষগুলোর জীবন দু:সহনীয় হয়।

Post a Comment

Previous Post Next Post

About Me